
ভিড়ের সুযোগ নিয়ে হোটেলে পর্যটকদের থেকে অতিরিক্ত ঘরভাড়া নিলে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা। শুধু তাই নয়, অভিযোগ প্রমাণিত হলে হোটেলের অনুমোদন বাতিল থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হবে। জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, পর্যটকদের হোটেলের বর্ধিত ঘরভাড়া সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে
উদ্বোধনের পর থেকেই দিঘার জগন্নাথ মন্দিরে বাড়ছে ভিড়। আর এ বছর প্রথম দিঘায় হবে রথ টানা। তাকে কেন্দ্র করে আরও ভিড় বাড়তে পারে বলে প্রশাসন মনে করছে। এই পরিস্থিতিতে দিঘার হোটেলগুলি যাতে লাগামছাড়া ভাড়া না নেয়, তার জন্য কড়া সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। লাগামছাড়া ভাড়া নিলেই হতে পারে লক্ষ টাকা জরিমানা। বাতিল হতে পারে হোটেলের লাইসেন্সও। আসন্ন রথযাত্রায় দিঘায় আসা পর্যটকদের সুষ্ঠু ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এই পদক্ষেপ বলে প্রশাসন জানিয়েছে।
