
আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে উত্তরবঙ্গ আদিবাসী যুব সংঘ-এর উদ্যোগে আয়োজন করা হবে “তরাই আদিবাসী মহোৎসব”। এই উৎসবের অংশ হিসেবে তরাই অঞ্চলের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক রোড শো অনুষ্ঠিত হবে। রোড শোটি শুরু হবে বাগডোগরার পানিঘাটা মোড় থেকে এবং শেষ হবে দূর্গা ঠাকুর থেকে বিহার মোড় পর্যন্ত। এর মাধ্যমে আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক প্রতিরূপকে পুনর্জীবিত এবং প্রসারিত করার প্রয়াস নেওয়া হয়েছে। এই উৎসবে ঢাক-ঢোল, মাদল, গোঁদ, শঙ্খ, মহালি সহ নানা জাতিগোষ্ঠীর সাংস্কৃতিকে তুলে ধরা হবে। পুরো রোড শোটি সাজানো হচ্ছে আদিবাসী ঐতিহ্য এবং ঐক্যর প্রতীক হিসেবে।