মাটিগাড়া এলাকায় ফের নাবালিকা আদিবাসী কন্যাকে শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ, গত ৩১ অক্টোবর এক নাবালিকা স্থানীয় একটি দোকানে মুড়ি কিনতে গিয়েছিল। সেই সময় দোকানদার তাকে শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
পরিবারের পক্ষ থেকে মাটিগাড়া থানায় একটি FIR দায়ের করা হয়েছিল কিন্তু সেই সময় পুলিশের কোনো পদক্ষেপ না দেখতে পাওয়ায় শনিবার সকালে আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা ও স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা মাটিগাড়া থানায় জমায়েত হয়ে অভিযুক্তের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং খুব শীঘ্রই দোকানদারকে খোঁজার চেষ্টা চলছে। ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।