
দিনাজপুর, ৬ আগস্ট: শুধু হিন্দি ভাষায় নিজের ঠিকানা স্পষ্টভাবে বলতে না পারায় ‘বাংলাদেশি’ সন্দেহে মুম্বইয়ে তিন মাস ধরে জেলবন্দি দক্ষিণ দিনাজপুরের পতিরামের এক পরিযায়ী শ্রমিক। অভিযুক্ত শ্রমিকের নাম অসিত সরকার(৫৪)। তিনি পতিরাম থানার অন্তর্গত লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। পরিবার জানিয়েছে, ভাষাগত ভুল বোঝাবুঝির কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি কাজের খোঁজে অসিত সরকার তাঁর দুই ছেলেকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের ভিমান্ডি সোনালি এলাকায় পাড়ি দেন। সেখানে একটি সোনার অলঙ্কার প্রস্তুতকারক সংস্থায় রঙের কাজ করতেন তারা। কিন্তু হঠাৎই গত ফেব্রুয়ারি – মার্চ মাসে নারপলি থানার পুলিশ বাংলাদেশি সন্দেহে অসিতবাবু সহ মোট সাতজনকে আটক করে। পুলিশের দাবি ছিল, তাদের নাগরিকত্ব নিশ্চিত করতে নথিপত্র প্রয়োজন। বাকি ছয়জন নথিপত্র দেখিয়ে ছাড়া পেলেও, অসিতবাবু হিন্দিতে সঠিকভাবে নিজের ঠিকানা বলতে না পারায় তাকে সন্দেহভাজন বাংলাদেশিহিসেবে আদালতে তোলা হয় এবং সেখান থেকে তিনি জেল হেফাজতে চলে যান।
তিন মাস পার হলেও অসিতবাবুর সঙ্গে পরিবারের কারও দেখা করার অনুমতি মিলছে না। পরিবারের অভিযোগ, তাঁকে বাংলাদেশি অপবাদ দিয়ে ভুলভাবে ফাঁসানো হয়েছে। এদিকে এক ছেলেরা ভয়ে মুম্বই থেকে ফিরে এসেছে। যদিও বড় ছেলে এখনো সেখানে রয়েছে এবং কাজ করছে। স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা একাধিকবার পতিরাম থানায়, পঞ্চায়েতে এবং প্রশাসনের দফতরে ঘুরলেও এখনও পর্যন্ত কোনও সমাধান মেলেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা করা হবে।