
শিলিগুড়ি, ২৪ জুলাই: শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে রোহিন রোডে পর্যটকবাহী একটি ছোট গাড়ির চালক মানিক বণিককে বেধড়ক মারধরের ঘটনায় উত্তাল হয়ে উঠল চালক মহল। অভিযুক্ত ট্রাক চালকের গ্রেফতারির দাবিতে আজ তরাই চালক সংগঠনের পক্ষ থেকে দার্জিলিংগামী সমস্ত ছোট গাড়ি পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
জানা গিয়েছে, বুধবার মানিকবাবু পর্যটক নিয়ে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাচ্ছিলেন। কার্গিল দাঁড়া এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময়, ট্রাকচালক প্রথমে তাঁকে গালিগালাজ করে এবং পরে আরও কয়েকজন ট্রাক চালককে সঙ্গে নিয়ে গাড়ি থামিয়ে মানিকবাবুকে বেধড়ক মারধর করে। তখন তাঁর গাড়িতে একাধিক পর্যটক ছিলেন।
আহত চালককে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর মানিকবাবু কার্শিয়াং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, তবে অভিযোগের ২৪ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি।
এই ঘটনার প্রতিবাদে তরাই চালক সংগঠন বিক্ষোভে নামে। সংগঠনের সম্পাদক মেহেবুব খান বলেন,
“রাস্তায় নিরাপদে কাজ করাটাই চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দোষীদের দ্রুত গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা।”
আহত চালকের স্ত্রী রিনা তামাং বলেন,
“আমার স্বামী নিরপরাধ। যারা মারধর করেছে তাদের কড়া শাস্তি চাই।”
আজ সকাল থেকে দার্জিলিং মোড় সংলগ্ন ট্রাক স্ট্যান্ডে চালকরা জমায়েত করে গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান। এর জেরে শিলিগুড়ি-দার্জিলিং রুটে ছোট গাড়ির পরিষেবা প্রায় বন্ধ হয়ে যায়।