
শমিদীপ দত্ত, শিলিগুড়ি : সোনা লুটের ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই সাফল্যের মুখ দেখল শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ। আগেই যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল সেই মহম্মদ সামসাদ ও সাফিক খানকে জিজ্ঞাসাবাদ করে বিহারে গিয়ে আরও একজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটান পুলিশের বিশেষ একটি টিম। এদিকে, জিজ্ঞাসাবাদে পুলিশের হাতে আরও যেসব তথ্য উঠে এসেছে, তা চোখ কপালে তুলে দেওয়ার মতো। পুলিশ জানতে পেরেছে, ডাকাতির ঘটনায় জড়িত দুষ্কৃতীরা একটি বিশেষ ধরনের অ্যাপ ব্যবহার করত। ওই অ্যাপের মাধ্যমেই ফোনকল করা থেকে শুরু করে মেসেজ পাঠানো, সব করা হত।