২০২০ সালে বীরভূমের নানুরে শহীদ হয়েছিলেন ১১ জন কৃষক। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ নানুর দিবসে শিলিগুড়ির ১২ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল এক রক্তদান শিবির।
এই বিশেষ কর্মসূচির আয়োজন করেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বাসুদেব ঘোষ। ওয়ার্ডের কর্মী-সমর্থকদের নিয়ে তিনি এই সামাজিক উদ্যোগে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, গত তিন বছর ধরে তাঁরা নানুর দিবসে এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন। সংগৃহীত রক্ত তরাই ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

বাসুদেব ঘোষ জানান, “শহীদ কৃষকদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সমাজের প্রয়োজনে রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিবছর এই দিনে আমরা এই কর্মসূচি পালন করি।”