
শিলিগুড়ি, ২৬ জুলাই: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের ঘটনায় বিহার থেকে এক যুবককে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ ও আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃত যুবকের নাম উজের খান, তিনি হরিয়ানার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার হয়েছে, যার মধ্যে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা অক্ষত রয়েছে এবং বাকিটা আংশিক ক্ষতিগ্রস্ত। পাশাপাশি একটি বাইক, টাটা সুমো গাড়ি, একটি কন্টেইনার, গ্যাস কাটার ও কাটিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ২৩ জুলাই গভীর রাতে। ইস্টার্ন বাইপাস সংলগ্ন লোকনাথ বাজার এলাকায় পাঁচ দুষ্কৃতী একটি এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুট করে। ওই সময় আগুন ধরে গেলে পুলিশ দমকলকে খবর দেয়। ডাবগ্রাম ফুলবাড়ী দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ধাওয়া করলে দুষ্কৃতীরা একটি টাটা সুমো গাড়ি মাঝরাস্তায় ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত শুরু হয় এবং সেই সূত্রেই বিহার থেকে উজের খানকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।
এছাড়াও পুলিশ জানিয়েছে, দিল্লি থেকে সাজিদ ও আদিল খান নামে আরও দুই যুবককে গ্রেফতার করা হয়েছে, তবে তারা বর্তমানে দিল্লির একটি মামলায় দিল্লি পুলিশের হেফাজতে রয়েছে।
ঘটনায় যুক্ত আরও দুই অভিযুক্ত—সাজিদ কালা ও আফতাব—এখনও পলাতক। তদন্তে উঠে এসেছে, ২১ জুলাই প্রথমে তিন দুষ্কৃতী একটি কন্টেইনার গাড়ি ও গ্যাস কাটার নিয়ে শিলিগুড়িতে প্রবেশ করে। পরদিন ২২ জুলাই আরও দুই দুষ্কৃতী এসে ফুলবাড়িতে মিলিত হয়। এরপরই পরিকল্পনা করে ২৩ জুলাই রাতে এই লুটের ঘটনা ঘটায়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
