
শিলিগুড়ি, ৪ আগস্ট: একটিয়াশাল হাটে রবিবার গভীর রাতে একটি মুদির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার দোকান খুলতেই চুরির ঘটনা সামনে আসে দোকান মালিকের। অভিযোগ, দোকানের টিনের ছাদ কেটে ভিতরে ঢুকে চোরেরা দোকানে থাকা নগদ টাকা ও বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয়।
জানা গেছে, চুরির সময় দোকানে প্রায় ৫,০০০ টাকা নগদ অর্থ ছাড়াও বেশ কয়েকটি তেলের কার্টুন এবং অন্যান্য দ্রব্যসামগ্রী ছিল, যা নিয়ে যায় চোরেরা। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে দাবি করেছেন দোকান মালিক।
উল্লেখ্য, তিন বছর আগেও একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল। পরপর এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্তে দোকানের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।