
শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে দুর্গাপূজা প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা
শিলিগুড়ি, ৪ আগস্ট: আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজা কমিটিগুলির সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করল শিলিগুড়ি পুরনিগম। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন, দমকল বিভাগ, বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকেরা।
এই সভায় শিলিগুড়ি শহরের বিভিন্ন দুর্গাপূজা কমিটির প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। প্রশাসনের তরফে পূজা উদ্যোক্তাদের উদ্দেশে একগুচ্ছ নির্দেশিকা ও পরামর্শ তুলে ধরা হয়। দুর্গাপূজা চলাকালীন কোন কোন বিষয়গুলিতে বিশেষ নজরদারি রাখা প্রয়োজন, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাশাপাশি, মণ্ডপ নির্মাণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয় ক্লাবগুলিকে।