
শিলিগুড়ি, ৩ আগস্ট: সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণের প্রাক্কালে শিলিগুড়ির ঘোগোমালি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো এক বিশেষ রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে বছরব্যাপী নানা অনুষ্ঠানের অংশ হিসেবেই এই সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবারের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় ব্যবসায়ী ও সমাজকর্মীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৩ জানুয়ারি ২০২৬ সালে সুবর্ণ জয়ন্তী পূর্ণ করবে ঘোগোমালি উচ্চ বিদ্যালয়। সেই উপলক্ষে ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে বছরব্যাপী নানা অনুষ্ঠানমালা। শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতি মাসেই একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। মূল উদ্যাপন হবে আগামী বছর ২৩ জানুয়ারি, যেখানে পরিবেশ সচেতনতা ও সমাজসেবার বার্তা নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ সাহা জানান, “সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকেই রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।”