
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: দার্জিলিংগামী হিলকার্ট রোড (Hill Cart Road) বা ১১০ নম্বর জাতীয় সড়কের (NH110) দায়িত্ব নিল ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)। চলতি সপ্তাহেই সংস্থার আধিকারিকরা সুকনা থেকে শুরু করে কার্সিয়াং হয়ে দার্জিলিং পর্যন্ত রাস্তার পুরোটাই পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছেন। পাশাপাশি এতদিন রাস্তার দায়িত্বে থাকা পূর্ত দপ্তরের জাতীয় সড়ক বিভাগের (ডিভিশন-৯) বাস্তুকারদের সঙ্গে আলোচনাও করেছেন। সূত্রের খবর অনুযায়ী, এই রাস্তায় বর্তমানে বেশ কিছু জায়গায় পূর্ত দপ্তর সংস্কার এবং ধস মোকাবিলার কাজ করছে। সেই কাজগুলি পূর্ত দপ্তরই আপাতত করবে বলে সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় সংস্থা রাস্তাটির সম্প্রসারণ, ধস মোকালিবায় গার্ডওয়াল তৈরি সহ অন্যান্য কাজের জন্য ডিটেইলস প্রোজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরির সিদ্ধান্ত নিয়েছে। পূর্ত দপ্তরের জাতীয় সড়ক-৯ বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত ঠাকুর অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।