
কোচবিহার: গতকাল ডোডেয়ার হাটে অমর রায় নামে এক ব্যাক্তিকে শুট আউট করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোচবিহারে।ঘটনায় জানা যায় মৃত ব্যাক্তি স্থানীয় প্রধানের ছেলে।
অমর রায় তিনি নিজেও তৃনমূল ঘনিসঠ। আজ সেই ব্যাক্তির বাড়ি ডাউয়াগুরিতে গেলেন তৃনমূল নেতৃত্ব। সেখানে তারা খুনির ফাসির দাবিতে মিছিল করেন। পাশাপাশি এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রেখে শোক পালন করা হয়। এলাকায় থম থমে পরিবেশ। শোকের ছায়া এলাকায়।