তৃণমূল চালিত শিলিগুড়ি পুরনিগমের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পথে নামছে দার্জিলিং জেলা সিপিআইএম। দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর পুরনিগমের সামনে অবস্থান বিক্ষোভ করবেন সিপিআইএমের নেতা-কর্মীরা। বুধবার জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচীর কথা জানান জেলার সাধারণ সম্পাদক সমন পাঠক।