ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি’র মিড ইয়ার কনফারেন্স MIDCIPS 2025-এর অংশ হিসাবে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক সুস্থতা রক্ষার কৌশল জানানো হয়। আয়োজকদের বক্তব্য, সময়মতো সমস্যার লক্ষণ চিহ্নিত করে সহায়তা পাওয়া গেলে বহু প্রাণ রক্ষা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সবিতা মালহোত্রা, ডা. অমৃত পট্টোজোশি, ডা. শ্রীকুমার মুখার্জি, ডা. ওম প্রকাশ সিংহ ও ডা. সঞ্জিবা দত্ত। সমন্বয়ক হিসেবে ছিলেন ডা. শান্তনু দে, ডা. ইন্দ্রজিৎ সেনগুপ্ত ও ডা. সঞ্জয় গার্গ।
অংশগ্রহণকারীদের জন্য রিফ্রেশমেন্ট ও সার্টিফিকেটের ব্যবস্থা ছিল। বার্তা একটাই— “চলুন, নীরবতা ভেঙে যত্ন ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলি।”