উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চুয়াগাড়ি এলাকায় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে। ২১ বছর বয়সী গাঙ্গোত্রী ওরাও নামের ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলার সাপে কামড়ে মৃত্যু হয়েছে, এবং তার গর্ভে থাকা সন্তানেরও মৃত্যু হয়।
গতকাল সন্ধ্যায় রান্নাঘরে ভাত রান্না করতে গিয়ে সাপের কামড়ে গুরুতর আহত হন গাঙ্গোত্রী। প্রথমে তাকে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়, কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় মহকুমা হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসকদের প্রচেষ্টাতেও তিনি মারা যান। এর সাথে, গর্ভে থাকা তার ৮ মাসের সন্তানেরও প্রাণহানি ঘটে।
এই দুটো প্রাণের অকাল মৃত্যুতে চুয়াগাড়ি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। গাঙ্গোত্রী ও তার সন্তান দুজনেই চলে যাওয়ার পর, পরিবার এবং এলাকাবাসী মর্মাহত। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর পুলিশ মর্গে পাঠানো হয়েছে, এবং তদন্ত শেষে পরিবারের হাতে তা তুলে দেওয়া হবে।
এ ঘটনা এলাকায় সাপের উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, বিশেষত শীতকাল আসার আগে।