শিলিগুড়ি : এই বছর গণেশ চতুর্থী ২৭ আগস্ট। গণেশ মহোৎসব শুরু হবে ২৭ আগস্ট থেকে। ১০ দিন পরে ৬ সেপ্টেম্বর অনন্ত চতুর্দশীতে এটি শেষ হবে। এই দিনটি গণেশ বিসর্জনের দিন হিসাবে পরিচিত। সেই মতে প্রতিবছরের ন্যায় এ বছরও শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম গোষ্ঠ পালের মূর্তির সামনে গণেশ মূর্তি নিয়ে পরসা সাজিয়ে বসেছে বিক্রেতারা, গনেশ পুজো বেশি প্রচলিত রয়েছে মহারাষ্ট্র মুম্বাই চতুর্থী থেকে দশ দিনব্যাপী এই পুজো চলে কিন্তু সময় পরিবর্তনে বাংলায় এখন লক্ষ্য করা যায় গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার আগমন এবং কি শহর শিলিগুড়িতে অনেক বিগ বাজেটের পুজো লক্ষ্য করা যায়, সেই সমস্ত দিকে লক্ষ্য করে খুশি বিক্রেতারা কারণ বছরে দু থেকে তিনবার গণেশের মূর্তি চাহিদা যেমন তুঙ্গে থাকে পহেলা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, গণেশ চতুর্থী, ব্যবসায়ীদের বক্তব্য একেক সময় একেক ধরনের মূর্তির চাহিদা বাড়ে গনেশ চতুর্থতে বড় মূর্তির চাহিদা বেশি এবং পয়লা বৈশাখ ছোট মূর্তি চাহিদা বেশি থাকে। অপরদিকে ক্রেতারা জানালেন যে মহারাষ্টর পড়ে শহর শিলিগুড়ি কেউ এত জাঁকজমক ভাবে এই পুজো পালন করতে দেখে অনেকটাই আনন্দ লাগে ঠিক দূর্গা পূজার আগে এই গণেশ পূজো থেকেই যেন শুরু হয় পূজোর আগমন।