কলেজ মোড় ডিফেন্স পার্টি গণেশ পুজো কমিটির সামাজিক উদ্যোগ
শিলিগুড়ি,২৮ আগস্ট: কলেজ মোড় ডিফেন্স পার্টি গণেশ পুজো কমিটির উদ্যোগে মাটিগাড়ার একটি সংস্থার বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের হাতে পড়াশোনার সামগ্রী ও একটি করে জামা তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার বহু বৃদ্ধ-বৃদ্ধাদের হাতেও বস্ত্র প্রদান করা হয়। বৃহস্পতিবার পুঁজো প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুধু সামগ্রী বিতরণেই নয়, তাঁদের জন্য দুপুরের আহারেরও বিশেষ ব্যবস্থা করা হয়। এদিনের এই সামাজিক উদ্যোগে উপস্থিত ছিলেন ৩ নম্বর বোরো চেয়ারম্যান মিলি সিল সিনহা সহ পুজো কমিটির সদস্যরা।