শিলিগুড়ি, ৮ নভেম্বর: গুজরাটের সুরাটে অনুষ্ঠিত কুডো ফেডারেশন কাপ প্রতিযোগিতায় জাতীয় স্তরে উজ্জ্বল সাফল্য অর্জন করল শিলিগুড়ির ইশিকা রায়। প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জিতেছে এই শিলিগুড়ি কন্যা।
গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুডো খেলোয়াড়রা অংশ নেন। তাঁদের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছে ইশিকা।
এর আগেও ইশিকা বিভিন্ন রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পদক জিতেছে। মেয়ের এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার। ইশিকা জানিয়েছে, আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করাই তার পরবর্তী লক্ষ্য।