দলে পদ পাননি সমস্যা নেই, দলের কর্মীরাই হচ্ছে আসল দলের সম্পদ। আমরা সবাই কর্মী। কেউ যদি আপনাদের গেরানোর জন্য গর্ত খুঁড়েছে, সেই গর্ত থেকে লাফ মেরে এগোতে হবে, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দেখছেন মন্তব্য বিধায়কের।
কৃষ্ণ কল্যাণী মন্তব্যের পরেই ইসলামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হাজী মোজাফফর হোসেন সরাসরি দলের নেতৃত্বদের উপর ক্ষোভ উগরে দিলেন, নাম না করে জেলা সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়ালের উপর ক্ষোভ উগরে দিলেন। যা ইসলামপুরে তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব প্রকাশে দেখা গেল এই বৈঠকের মাধ্যমে।
রবিবার বিকালে শিলিগুড়ি থেকে রায়গঞ্জে ফেরার পথে ইসলামপুর বাইপা সংলগ্ন এলাকায় ইসলামপুরের বিক্ষুব্ধ তৃণমূল নেতৃত্বের সাথে দেখা করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। গাড়ি থেকে নামার পর বিধায়ক কে বরণ করলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতৃত্বরা। এরপর একটি রেস্টুরেন্টে ঘরে বিভক্ত দিকে নিয়ে বৈঠক করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ কল্যাণী মুখে একই সুর দেখা গেল।