দার্জিলিং পাবলিক স্কুল পরিবার গত দুই বছরের ন্যায় এবছরও “শারদীয়া আগমনী উৎসব ২০২৫” আয়োজন করতে চলেছে আগামী ২৪ ও ২৫ শে সেপ্টেম্বর। যার উদ্দেশ্য ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া। শিশুদের আনন্দ ও উৎসাহ দানের জন্যই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই প্রচেষ্টা।
শুধুমাত্র শিশুদের জন্য নয় অভিভাবকদের জন্যও রয়েছে অনেক মনোরঞ্জনকর আয়োজন।
দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানের শুভারম্ভ হবে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। এর সঙ্গে রয়েছে নবদুর্গা প্রদর্শনী। এরপর থাকছে অঙ্কন প্রতিযোগিতা সময় সকাল ১০:৩০ থেকে। তারপর দুপুর ২:৩০ থেকে শুরু হবে সাংস্কৃতিক পোশাক পরিধান প্রদর্শন প্রতিযোগিতা।
অনুষ্ঠানটি চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে –
A) Nur – II , B) III- V, C) VI – VIII, D) IX- XII
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অফলাইন এবং অনলাইন আবেদনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে বাচ্চাদের নিজের হাতের তৈরি বিভিন্ন বিক্রয়জাত দ্রব্য, খাদ্য মেলা ও ছোটদের আনন্দদানের জন্য নানান রকম খেলার সামগ্রী। আপনাদের সকলকে এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ।