শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বর: শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকায় দিনে দুপুরে এক যুবতীর গলার হার ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।
জানা গিয়েছে, সেই যুবতী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। শুক্রবার বিকেলে দুই সহকর্মীর সঙ্গে স্কুল থেকে ফেরার পথে শান্তিনগর বউবাজার এলাকায় বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী আচমকাই তাঁর গলার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
যুবতীর চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এলেও ততক্ষণে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, কয়েক মাস আগেই একই এলাকায় এক বৃদ্ধার গলার হার ছিনতাই হয়েছিল। বারবার একই এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত ও ক্ষুব্ধ স্থানীয়রা। তাঁদের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক।