1.5GB দৈনিক ডেটা, সীমাহীন কলিং এবং 330 দিনের জন্য বিনামূল্যে সুবিধা সহ একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান লঞ্চ করল BSNL
রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL দীপাবলির আগেই গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিরাট চমক। BSNL সম্প্রতি ১৯৯৯ টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে, যেটি গ্রাহকদের দীর্ঘমেয়াদি সুবিধার পাশাপাশি , দৈনিক 1.5GB ডেটা এবং বিনামূল্যে কলিং, এসএমএস অফার করে। বিশেষত, এই প্ল্যানটি সেই ব্যবহারকারীদের জন্য কার্যকর, যারা প্রতি মাসে রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান। একবার রিচার্জ করলে ৩৩০ দিন পর্যন্ত প্ল্যানটি ব্যবহার করা যাবে, অর্থাৎ পুরো বছর ধরে পুনরায় রিচার্জের চিন্তা করতে হবে না।