দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে। পুজোকে ঘিরে এখন শিলিগুড়ির কুমারটুলিতে ব্যস্ততার শেষ নেই। মৃৎশিল্পীরা দিনরাত এক করে প্রতিমা তৈরির কাজে মনোনিবেশ করেছেন। কিন্তু বিগত কয়েকদিনের খামখেয়ালী আবহাওয়া তাঁদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। শহরে প্রায় রোজই মুষলধারে বৃষ্টি নামছে। রোদের দেখা না মেলায় প্রতিমা শুকোনোর কাজ ব্যাহত হচ্ছে। অনেক শিল্পীকে বাধ্য হয়ে কৃত্রিম উপায়ে প্রতিমা শুকোতে হচ্ছে, যার ফলে বেড়ে যাচ্ছে অতিরিক্ত খরচ। তবুও পুজোর আনন্দে ভাটা পড়েনি।মৃৎশিল্পীদের আশা, শীঘ্রই আকাশ পরিষ্কার হবে, রোদ উঠবে, আর সময়মতো শেষ হবে প্রতিমা তৈরির কাজ। তাঁরা বলছেন, যত বাধাই আসুক না কেন, দেবী দুর্গার আগমনের আনন্দে মনোবল অটুট রাখবেন তাঁরা।