শিলিগুড়ি,১০ অক্টোবর: দীর্ঘ প্রতীক্ষার অবসান। ধসের কারণে বন্ধ থাকা শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা অবশেষে বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হলো। ধস সরিয়ে ফেলার পর রেল কর্তৃপক্ষ পরিষেবা স্বাভাবিক করার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করে। বৃহস্পতিবার প্রথমদিনেই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত ট্রেন ভর্তি পর্যটক নিয়ে ছুটে যায় টয় ট্রেন। একইভাবে দার্জিলিং থেকেও ফিরে আসে ট্রেন।
পর্যটকদের মধ্যে দেখা গেছে প্রবল উৎসাহ। পাহাড়ে এদিন মোট ১৩টি জয়রাইড পরিচালিত হয়েছে। পরিষেবা স্বাভাবিক হওয়ায় রেল কর্তৃপক্ষ যেমন স্বস্তি পেয়েছে, তেমনি খুশি পর্যটকরাও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও পর্যটকেরা দার্জিলিংয়ে ছুটে আসেন পাহাড়ের রূপ উপভোগ করতে, আর টয় ট্রেন সেই অভিজ্ঞতাকে করে তোলে আরও স্মরণীয়।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা ঋষভ চৌধুরী জানিয়েছেন,“ধস নামায় আমরা এই পরিষেবা বন্ধ রেখেছিলাম। তবে আমাদের কর্মীরা দিনরাত এক করে কাজ করে ধস সরিয়ে দেওয়ায় ফের পরিষেবা চালু করা সম্ভব হয়েছে।”
উল্লেখ্য, গত রবিবার টানা বৃষ্টির ফলে পাহাড়ে ধস নামায় টয় ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। তখনই জানানো হয়েছিল যে বুধবার পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। প্রতিশ্রুতি মতো বৃহস্পতিবার থেকেই ফের চালু হলো এই জনপ্রিয় ট্রেন যাত্রা।
পর্যটন মরসুমে এই পরিষেবা চালু হওয়ায় দার্জিলিং-সহ গোটা পাহাড়ে ফের পর্যটন জোয়ার আসার আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরাও।
সম্রাট সান্যাল পর্যটক বিশেষজ্ঞ জানান ধস সরিয়ে ট্রয় ট্রেন খোলার পর ভালো পর্যটক আবার ট্রয় টেনে উঠছেন প্রায় আপডাউনে ১৫-২০ জন করে পর্যটক হচ্ছে এবং আস্তে আস্তে এই সংখ্যাটা আরো বাড়বে বলে জানিয়েছেন তিনি ।