রাজ্যের ক্রমাবনতিশীল পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) উত্তরবঙ্গ প্রদেশ। নারী নির্যাতন, স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা, কৃষকের দুর্দশা, যুবসমাজের বেকারত্ব ও সর্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে একাধিক দাবিপত্র প্রকাশ করেছে সংগঠন।
এবিভিপি-র দাবি, প্রতিটি নারী নির্যাতন মামলায় দ্রুত SIT তদন্ত ও ৯০ দিনের মধ্যে ফাস্ট-ট্র্যাক কোর্টে নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। সরকারি স্বাস্থ্যব্যবস্থায় আধুনিক হাসপাতাল, বিনামূল্যে চিকিৎসা ও গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র শক্তিশালী করার দাবি জানানো হয়েছে। কৃষকদের জন্য MSP আইন কার্যকর ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি গ্রামীণ পরিকাঠামো উন্নয়নেরও দাবি তুলেছে তারা।
যুবসমাজের কর্মসংস্থানের কথা উল্লেখ করে এবিভিপি জানিয়েছে, সরকারি শূন্যপদ দ্রুত পূরণ, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ও শিল্পায়ন উত্তরবঙ্গে জরুরি। নিয়োগ দুর্নীতি ও কাটমানি র্যাকেট রোধে স্বাধীন তদন্ত কমিশন এবং দুর্নীতি বিরোধী হেল্পলাইন চালুর দাবিও করা হয়েছে।
এছাড়া অনুপ্রবেশ রোধ, সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা এবং মনীষীদের অবমাননার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এবিভিপি। সংগঠন স্পষ্ট জানিয়েছে, এই দাবিগুলি কার্যকর না হলে তারা একযোগে আন্দোলন ও সচেতনতা অভিযান চালাবে।