শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বর: পুজোর আগে ফুটপাতে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এল বড় ধাক্কা। শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ডের উদ্যোগে ভানুভক্ত চকে চালানো হলো ফুটপাত দখলমুক্ত অভিযান।
এই অভিযানে ফুটপাতে থাকা একাধিক দোকান ভেঙে ফেলা হয়। দোকানে থাকা জিনিসপত্র মালিকদের দিয়ে দেওয়া হলেও দোকানের ঘরগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে শিলিগুড়ি জংশন অটো ড্রাইভার অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ জানানো হচ্ছিল যে ফুটপাত দখল করে বসা দোকানগুলির কারণে যাত্রীসহ সাধারণ মানুষকে নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে এদিন রাস্তায় নামে পুলিশ।
এদিনের এই অভিযানে ট্রাফিক পুলিশের পাশাপাশি গাড়ি চালক সংগঠনের সদস্য এবং এলাকার কাউন্সিলর একত্রিত হয়ে এই অভিযান করেন।