শিলিগুড়ি,১৩ অক্টোবর : গতকাল রাত্রে ডাবগ্রাম এক নম্বর অঞ্চলের পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক স্বর্ণ ব্যবসায়ীর স্কুটির ডিগ্গি ভেঙে সোনা ও রুপোর অলংকার ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় চোরের দল।
জানা গিয়েছে, স্বপন হালদার নামে ওই স্বর্ণ ব্যবসায়ী প্রতিদিনের মতো দোকান বন্ধ করে সোনা-রুপোর গয়না স্কুটির ডিগ্গির ভিতরে রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে কিছু কেনাকাটার জন্য তিনি এক দোকানে যান। ঠিক সেই সুযোগে একটি বাইকে করে দুই দুষ্কৃতী এসে স্কুটির ডিগ্গি ভেঙে অলংকার ভর্তি ব্যাগ নিয়ে নিমেষের মধ্যে উধাও হয়ে যায়।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে স্বপন হালদার আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।