রবিবার পোড়াঝার সর্বসাথী সংঘ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ১৯/১০৬ নং তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিশেষ দিবা রাত্রি ফুটবল প্রতিযোগিতা। চারপাশে উল্লাস, খেলার আবহ, দর্শকদের উন্মাদনা—সব মিলিয়ে জমে উঠেছিল মাঠ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ— মেয়র গৌতম দেব, ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক সভাপতি দিলীপ রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায়, জেলা পরিষদ সদস্য সুশান্ত ঘোষ, বিশিষ্ট সমাজসেবী বিপ্লব মিত্র। অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং এলাকায় ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলার মাধ্যমে শুধু বিনোদন নয়, সমাজে ঐক্য ও সৌহার্দ্যও গড়ে ওঠে—এই বার্তাই পৌঁছে দিতে চায় তারা