বাগডোগরা: চাঞ্চল্যকর ঘটনা বাগডোগরায়। জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক চিতা বাঘের। ঘটনায় মারা যায় একটি বেড়ালও।
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে বাগডোগরার গঙ্গারাম চা বাগান সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে চিতা বাঘটি একটি বেড়ালকে তাড়া করতে গিয়ে হঠাৎ রাস্তায় উঠে আসে। সেই সময় একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুই প্রাণীরই।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ও বনবিভাগের কর্মীরা। মৃত চিতা বাঘটিকে উদ্ধার করে বাগডোগরা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।
বাগডোগরার রেঞ্জার ভুটিয়া জানান, মৃত চিতা বাঘটিটির বয়স আনুমানিক তিন বছর। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে গাড়ির ধাক্কায় মৃত্যুর আশঙ্কা করা হলেও, মঙ্গলবার ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ স্পষ্ট হবে।