শিলিগুড়ি : বৃহস্পতিবার শিলিগুড়ি, বাড়িভাষা রামকৃষ্ণ মিনি মার্কেট কমিটির উদ্যোগে দুস্থদের জন্য বস্ত্র, হেলথ চেকআপ ক্যাম্প ও প্রসাদ বিতরণ কর্মসূচি আয়োজন করা হলো গণেশ পূজো উপলক্ষে, ক্লাব সদস্যদের বক্তব্য বিগত তিন বছর ধরে এই বাড়ে ভাষা রামকৃষ্ণ মিনিমার্কেটে গণেশ পূজা আয়োজন করা হচ্ছে এই তিন বছরে এই প্রথমবার এই উদ্যোক্তারা নিতে পেরেছেন তাদের চিন্তাভাবনা হল বিগ বাজেটের ঘোষণা করে সেখান থেকে কিছু টাকা পাচিয়ে দুস্থদের মুখে হাসি ফোটানোর জন্য কিছু বস্ত্র তুলে দিলে আগামী দুর্গাপূজার নতুন বস্ত্র করে বড় ছোট সকলেই ঠাকুর দেখতে পারবে সে কারণে এ বছর তাদের এই উদ্যোগ ৫০০ জন বৃদ্ধদের হাতে শাড়ি তুলে দিলেন ক্লাব কমিটির সদস্যরা ও ৩০০ জন খুদের হাতে বস্ত্র তুলে দেন তার পাশাপাশি তাদের স্বাস্থ্যর দিকে লক্ষ্য করে বিভিন্ন হেলথ চেকআপ ক্যাম্পে চেকআপ করানো হয় তাদের।