বিশ্বকর্মা পুজোর আগের দিন টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন শিলিগুড়ির মৃৎশিল্পীরা। বিধান রোড, হাসপাতাল রোড-সহ বিভিন্ন এলাকায় প্রতিমা নিয়ে বসলেও হাঁটু জলে থমকে আছে বিক্রি। প্রতিমা ভিজে যাওয়া রোধে সর্বত্র প্লাস্টিকের আচ্ছাদন, কোথাও ভ্যানে মুড়িয়ে রাখা মূর্তি, আবার কোথাও মা-ছেলে মিলে দোকান বাঁচানোর চেষ্টা চলছে।
শিল্পীরা জানিয়েছেন, পুজোর আগের দিনই বেশি বিক্রির আশা থাকে, কিন্তু বৃষ্টির জন্য ক্রেতাদের দেখা মেলেনি। প্রতিমা ব্যবসায়ী সুজন পাল ও মোহন পাল জানিয়েছেন, যদি বৃষ্টি না থামে, তবে বিশাল ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের। সবাই এখন একটাই প্রার্থনা করছেন—বৃষ্টি কমুক, পুজোর আগে জমে উঠুক প্রতিমার বাজার।