
শিলিগুড়ি, শনিবার: ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের অভিযানে বিপুল পরিমাণ কাফ সিরাপসহ গ্রেপ্তার হল দুই যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর আসে যে, পিসি মিত্তাল বাস টার্মিনাসে কাফ সিরাপের হাতবদল হতে চলেছে। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে অ্যান্টি ক্রাইম উইং।
অভিযানে বাস টার্মিনাসের ভেতরে সন্দেহজনক দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর কাফ সিরাপ। ধৃতদের মধ্যে বাপি রায়, যার বাড়ি বিহারের কিশানগঞ্জে, এবং সাওয়ান শাহ, যার বাড়ি শিলিগুড়ি পৌরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষীনগরে।
পুলিশ জানিয়েছে, বাপি রায় এসেছিল সাওয়ান শাহের কাছ থেকে কাফ সিরাপ কিনতে। ধৃত সাওয়ান কোথা থেকে এই কাফ সিরাপ সংগ্রহ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।