
আর শিলিগুড়ি হাসমি চোখে আয়োজিত হলেও প্রতিবন্ধীদের রাখি বন্ধন কিন্তু এই রাখি বন্ধন এ এসে প্রতিবন্ধীরা নিজেদের খুব উপড়ে দিল রাজ্য সরকারের বিরুদ্ধে তারা বললেন রাজ্যে যেখানে বিভিন্ন খাতের ভাতা বাড়ানো হলেও প্রতিবন্ধী ভাতা বছরের পর বছর একই জায়গায় থেমে আছে, সেই ক্ষোভ নিয়েই রাখী বন্ধনের দিনটিকে প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিলেন প্রতিবন্ধীরা। শনিবার শিলিগুড়ির হাসমি চকের এক কোণে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সংগঠনের ডাকে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী রাখী বন্ধন কর্মসূচি।
এই প্রতিবাদী রাখি বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগারার দৃষ্টিহীন সুরদাস সাগর, যিনি ক্ষোভের সুরে বলেন, “মাসে মাত্র ১০০০ টাকা পাই। এতে কী হয়? প্রতিবন্ধী বলে কেউ কাজ দেয় না। আমরা কোনো সরকারি সুযোগ-সুবিধা পাই না। কেন আমরা সব সুবিধা থেকে বঞ্চিত থাকব?”
কাওয়াখালি থেকে এই উৎসব পালনে এসেছিলেন মিনতি দেবী তিনি আবেগঘন কণ্ঠে তিনি জানান, “দুই বছর আগে ভাতার জন্য আবেদন করেছি, কিন্তু এখনো পাইনি।”
সংগঠনের জেলা সম্পাদক রামপ্রসাদ ভট্টাচার্য জানান, দেশের অন্য রাজ্যগুলিতে প্রতিবন্ধীরা মাসে আড়াই হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত ভাতা পান, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও তা মাত্র ১,০০০ টাকায় আটকে আছে। তার ওপর, এই ভাতা ছাড়া আর কোনো সরকারি সহায়তাও নেই। তিনি বলেন, “রাজ্যে সব কিছুর ভাতা বাড়ে, কিন্তু সরকারের চোখ যেন প্রতিবন্ধী মানুষগুলোর দিকে যায় না। তবুও আমরা লড়ছি এবং লড়াই চালিয়ে যাব।”
এদিনের কর্মসূচিতে উপস্থিত প্রতিটি প্রতিবন্ধীর গলায় সরকারের প্রতি ক্ষোভের সুরই ঝরে পড়ল।