শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী অরুণ মিশ্র (৫৫)। তিনি শিলিগুড়ি মিলনপল্লীর বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে শহরের আদালতে প্র্যাকটিস করতেন। জানা গিয়েছে, তিনি শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে আদালতে যাওয়ার কথা থাকলেও অরুণবাবু সোজা রাঙাপানির ওই এলাকায় চলে যান। কিছুক্ষণ পরই দ্রুতগামী ট্রেনের ধা/ক্কায় ঘটনাস্থলেই মৃ/ত্যু হয় তাঁর। খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও রেল পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, এটি আ/ত্ম/হত্যা হতে পারে। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।