গতবারের মতো এবারও রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী প্রত্যেকটি পুজো কমিটিকে দেওয়া হল সরকারি অনুদান। সেই মতন আজ আনুষ্ঠানিকভাবে ইসলামপুর থানায় এই অনুদান প্রদানের আয়োজন করা হয়। যেখানে ইসলামপুর থানা এলাকার পুজো কমিটি গুলোকে এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এদিনের এই চেক বিতরণী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল, ট্রাফিক ডিএসপির ধ্রুব প্রধান, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস, ম্যাজিস্ট্রেট ও ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস সহ অন্যান্যরা।