শিলিগুড়ি, ৫ অক্টোবর: রাতভর প্রবল বৃষ্টির জেরে প্লাবিত হলো কাওয়া খালি সংলগ্ন পোড়া ঝাড় এলাকা। এলাকাবাসীদের দাবি, গতকাল গভীর রাতে টানা বৃষ্টির ফলে নদীর জল দ্রুত বেড়ে যায়। রাত প্রায় তিনটার দিকে জল ঢুকতে শুরু করে এলাকার ঘরবাড়িতে।
সকাল সাড়ে চারটার সময় নদীর বাঁধ ভেঙে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। জল দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িঘরে। খবর পেয়ে প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ভাইব্রেটের সহযোগিতায় বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। তবে জলের প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে ব্যাপক বাধা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
এলাকায় এখনো জলবন্দি বহু পরিবার। প্রশাসনের তরফে উদ্ধার কাজ জোরদার করা হয়েছে।