শিলিগুড়ি, শনিবার: ডাবগ্রাম ফুলবাড়ী ৪ নং মন্ডল বিজেপির পক্ষ থেকে এদিন শিলিগুড়ির ৫ নং বড়ো অফিসে এক স্মারকলিপি প্রদান করা হয়। পুরো নিগমের ৪০ নম্বর ওয়ার্ডে বিভিন্ন রাস্তাঘাট মেরামত ও পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
অভিযোগ, ওই সময় বড়ো অফিসের চেয়ারপার্সন এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত না থাকায় বিজেপি কর্মীরা অফিস প্রাঙ্গণে মাটিতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর অবশেষে ফোনে চেয়ারপার্সনের সঙ্গে কথা হয়। সেখানে সমস্যার সমাধানের আশ্বাস মেলায় বিজেপি কর্মীরা বিক্ষোভ তুলে নেন।