ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন’-এর নামে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সরব হলো SUCI (কমিউনিস্ট)। দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে প্রতিবাদ সপ্তাহ পালন করা হবে।
দলীয় সূত্রে জানানো হয়েছে, ভারতের নির্বাচন কমিশন বিহারে সম্প্রতি ‘স্পেশাল ইনটেনসিভ রিভিউ’ (SIR) চালিয়ে গত জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকার ৭ কোটি ৭৩ লক্ষের মধ্যে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে। কমিশনের এই পদক্ষেপে ভোটাধিকার খর্ব হওয়ার পাশাপাশি লক্ষ লক্ষ ভূমিপুত্রকে ‘বিদেশি’ বলে চিহ্নিত করার আশঙ্কা তৈরি হয়েছে।
কমিশনের নির্দেশ অনুসারে, ১৯৮৭ থেকে ২০০৪ সালের মধ্যে জন্ম নেওয়া ভোটারদের বাবা-মায়ের জন্মতারিখ ও জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে। তাছাড়া আধার, রেশন কার্ড এমনকি ভোটার আইডি কার্ডকেও প্রমাণপত্র হিসেবে গ্রহণ না করার সিদ্ধান্তে জনসাধারণের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়েছে। SUCI (কমিউনিস্ট)-এর অভিযোগ, এই প্রক্রিয়া আসলে ‘পেছনের দরজা দিয়ে এনআরসি চালুর চেষ্টা’।
দলের দাবি, নির্বাচন কমিশনের কাজ নাগরিকত্ব যাচাই নয়, বরং ভোটার তালিকা হালনাগাদ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। অথচ সাম্প্রতিককালে বিভিন্ন রাজ্যে ভুয়ো ভোটার সংযোজন, ডুপ্লিকেট নাম, বিরোধী দলগুলিকে ডিজিটাল তালিকা না দেওয়া, CCTV ফুটেজ গোপন রাখার মতো একাধিক অনিয়মের অভিযোগ উঠলেও তার কোনও সদুত্তর কমিশন দেয়নি।