
শনিবার রাতে শিলিগুড়ির পিসি মিত্তাল বাস টার্মিনাস থেকে প্রচুর পরিমাণে কাফ সিরাপ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে শনিবার রাতে আবার উদ্ধার কাফ সিরাপ।
বড়োসড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ। ধৃত ওই তরুণের নাম প্রমিক রায়। সে শিলিগুড়ি পৌরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের ভূপেন্দ্রনগরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গোপন সূত্র মারফৎ খবর আসে, স্কুটারে করে এক তরুণ কাফ সিরাপ পাচারের জন্য নিয়ে যাচ্ছে।
এরপর পুলিস ডাম্পিং গ্রাউন্ড মোর সংলগ্ন ইস্টার্ন বাইপাসে অভিযান করতেই স্কুটারে করে এক তরুণকে আসতে দেখে। এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই স্কুটারের ডিকি থেকে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার হয়। ধৃত ওই তরুণ এই মাদক কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কাকে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।। ধৃত প্রমিক রায় নামে ঐ তরুণকে রবিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।