কলকাতা, ২১ জুলাইঃ আজ শহিদ দিবসের মঞ্চ থেকে এক আবেগঘন মুহূর্তে মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহত এক নিরপরাধ বাঙালি নাগরিক, স্বর্গীয় বিতান অধিকারীর শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এই ভয়াবহ ঘটনায় যে ২৬ জন নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মৃতিতে শহিদ দিবসের ভাষণে গভীর শোকপ্রকাশ করেন সভানেত্রী। তিনি জানান, “এই দুঃখ কোনও পরিবারের একার নয়, গোটা বাংলার। তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমরা এই শোকস্তব্ধ পরিবারের পাশে আছি, থাকব।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিহত বিতান অধিকারীর পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।