আগামীকাল শিক্ষক দিবস উপলক্ষে আজ আগাম উদযাপন করল নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল। ব্যতিক্রমী এই আয়োজনে শিক্ষকদের পাশাপাশি পিতা-মাতাকেও সম্মান জানানো হয়। প্রধান শিক্ষক কাঞ্চন দাস জানান, “ছাত্রদের প্রথম শিক্ষা গুরু তাদের বাবা-মা। তাই শিক্ষক দিবসে তাদের ভূমিকাকেও তুলে ধরাই ছিল আমাদের উদ্দেশ্য।” অনুষ্ঠানে কেক কেটে সর্বপল্লি রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জানানো হয়। অভিভাবকদের হাতে উপহার ও গোলাপ তুলে দেওয়া হয়। মিড ডে মিল-এ ছিল বিশেষ আয়োজন—ফ্রাইড রাইস ও চিলি ফিস। স্কুল কর্তৃপক্ষ জানায়, এই প্রথম মিড ডে মিল-এ মাছের ব্যবস্থা করা হয়েছে