শিলিগুড়ি : আগামী ৭ সেপ্টেম্বর সিহান কালাচাঁদ বিশ্বাস তার প্রশিক্ষণ দেওয়া ১৫ থেকে ১৬ জন ছাত্রছাত্রী নিয়ে জয়গাও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে তিনি আশাবাদী যে তার ছাত্র-ছাত্রীরা তার মুখ উজ্জ্বল করবে,ক্যারাটে এখন রক্ষাকবচ। আত্মরক্ষার কৌশল জানা থাকলে বাড়বে আত্মবিশ্বাস। এই খেলায় এখন ঝোঁক বাড়ছে সকলের।
শিলিগুড়িতে ক্যারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন সিহান কালাচাঁদ বিশ্বাস। প্রতিনিয়ত ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে তৈরী করছেন তিনি। ফলে তারা একদিকে যেমন আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন, আরেকদিকে তেমনই স্বনির্ভরও হচ্ছেন। পাশাপাশি শারীরিক ভাবেও সুস্থ থাকতে সাহায্য করছে ক্যারাটে।
ক্যারাটের প্রশিক্ষক সিহান কালাচাঁদ বিশ্বাস বলেন, সময় পাল্টাচ্ছে, বদলাচ্ছে মানুষের ধ্যান ধারণাও। আগে মানুষের মধ্যে ক্যারাটে নিয়ে তেমন আগ্রহ দেখা না গেলেও, বর্তমানে আগ্রহ বাড়ছে। তারা আত্মনির্ভরশীল হচ্ছে। অপরদিকে ছাত্রছাত্রীরা জানালেন তারাও অনেকটা আশাবাদী রয়েছে জিতে বাড়ি ফেরার জন্য তার জন্য তারা পুরোপুরি ভাবেই প্রস্তুত।