
শিলিগুড়ি, শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুরক্ষিত ও সুসংগঠিত করতে শুরু হলো শিলিগুড়ি টেনেন্ট ইনফরমেশন পোর্টাল। শনিবার আনুষ্ঠানিকভাবে এই পোর্টালের উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধারকর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও।পুলিশ কমিশনার জানান, শহরের ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের তথ্যভান্ডার গড়ে তুলতে এবং অপরাধ দমন কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যেই এই পোর্টাল চালু করা হয়েছে। এর মাধ্যমে বাড়িওয়ালা অনলাইনে ভাড়াটিয়ার নাম, ঠিকানা, পরিচয়পত্রের বিবরণ, ভাড়ার মেয়াদসহ প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে পারবেন। ফলে পুলিশ প্রশাসন প্রয়োজনে দ্রুত ওই তথ্য সংগ্রহ করে তদন্তের কাজে লাগাতে পারবে।সি সুধারকর বলেন, “শিলিগুড়ি একটি ক্রমবর্ধমান শহর। এখানে বিভিন্ন জেলা ও রাজ্য থেকে মানুষ এসে বসবাস করেন। নিরাপত্তা বাড়াতে ভাড়াটিয়াদের তথ্য রাখা অত্যন্ত জরুরি। এই পোর্টাল ব্যবহারে বাড়িওয়ালাদের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা নিতে হবে।পুলিশ সূত্রে জানা গেছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ওয়েবসাইটে গিয়ে বা সরাসরি পোর্টালের লিঙ্কে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করা যাবে। এছাড়া, প্রয়োজনে থানায় গিয়েও সহায়তা নেওয়া যাবে।পোর্টালের উদ্বোধনের পর পুলিশ কমিশনার আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগ শহরে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের মধ্যে সচেতনতা বাড়াবে।