শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বর: হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই শুরু মহোৎসব। মহালয়ার দিন থেকেই পুজোর আমেজে ভাসবে শহর। তৃতীয়া-চতুর্থী থেকেই উদ্বোধন হবে একাধিক মণ্ডপের। ভিড় এড়াতে বহু মানুষ ওই দিনগুলো থেকেই পুজো মণ্ডপ মুখী হন। আর সেই কারণেই আগেভাগেই নিরাপত্তা এবং পরিকাঠামো নিয়ে কড়া ব্যবস্থা শুরু করেছে পুলিশ-প্রশাসন।
মঙ্গলবার শিলিগুড়ির বড় বড় পুজো মণ্ডপ ঘুরে দেখেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সি সুধাকর, দমকল এবং বিদ্যুৎ বিভাগের আধিকারিকেরা। খতিয়ে দেখা হয় দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থান পথ কতটা প্রশস্ত, অগ্নি নির্বাপন ব্যবস্থা, বিদ্যুতিক সরঞ্জাম থেকে শুরু করে অন্যান্য সব বিষয়।
পুজোর দিনগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। প্রতিটি মণ্ডপে সিসিটিভি নজরদারি থাকবে। পাশাপাশি থাকছে স্বেচ্ছাসেবক বাহিনী, যারা প্রশিক্ষণপ্রাপ্ত হবে অগ্নি নির্বাপনের ক্ষেত্রেও। যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখতে তৈরি থাকবে পুলিশের বিশেষ টিম। দমকল ও বিদ্যুৎ বিভাগও ২৪ ঘণ্টা সতর্ক থাকবে।
শহরের প্রতিটি ক্লাবকে পুলিশ নির্দেশ দিয়েছে— রাস্তা আটকে আলোকসজ্জার গেট করা যাবে না। পাশাপাশি যেসব মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের পথ অপ্রশস্ত, সেগুলি চওড়া করারও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের হেল্পলাইন নম্বর ব্যবহার করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছেন পুলিশ কমিশনার সি সুধাকর।
পুজোর দিনগুলোতে সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন, সেই দিকেই নজর দিচ্ছে প্রশাসন।