শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বর: পুজোর আগে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে শহরের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। এদিন এসিপি, ডিসিপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা বাইকে চেপে শিলিগুড়ি থানা থেকে রওনা হয়ে জলপাইমোর হয়ে শহরের মূল সড়ক পরিক্রমা করেন।
এরপর একে একে বড়ো বড়ো পুজো মণ্ডপে পৌঁছে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন তারা। মণ্ডপের খুঁটিনাটি বিষয় যেমন—নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিনির্বাপণ যন্ত্র, প্রবেশ ও প্রস্থান পথ ইত্যাদি খতিয়ে দেখেন আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে এই ধরনের নজরদারি ও মণ্ডপ পরিদর্শন আগামী দিনগুলোতেও চলবে।