শিলিগুড়ি, ৫ নভেম্বর: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস আশিঘর মোড় সংলগ্ন নরেশ মোড়ের কাছে একটি গোডাউনে বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউনের একাংশে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোডাউনটিতে ইলেকট্রিক সামগ্রী মজুত ছিল। প্রথমে আগুনের শিখা ও ধোঁয়া দেখে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খবর দেন দমকল বিভাগে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন, যার মধ্যে দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশও। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও আশিঘর ফাঁড়ির পুলিশ।