
শিলিগুড়ি, ৫ আগস্ট: শিলিগুড়ির ভাড়া বাড়ি থেকে গাঁজার কারবার! ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং-এর তৎপরতায় সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ১৭ কেজি গাঁজা সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত সেই তিন অভিযুক্তের নাম আশুতোষ বিশ্বাস কোচবিহারের বাসিন্দা এবং উত্তম সরকার, উজ্জ্বল সরকার দক্ষিণ দিনাজপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রের খবর, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের শাস্ত্রী নগর এলাকায় কমল চন্দ্র পাল নামক এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে গাঁজার কারবার চালাচ্ছিল কোচবিহারের চিলকিরহাটের বাসিন্দা আশুতোষ বিশ্বাস। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতেই অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ।
অভিযোগ, আশুতোষ ওই বাড়িতে গাঁজা মজুত করে বিভিন্ন জেলায় সরবরাহ করত। এদিন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে উত্তম সরকার ও উজ্জ্বল সরকার নামে দুই মাদক কারবারি গাঁজা কিনতে এলে, তিনজনকেই হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
এই অভিযানে নেতৃত্ব দেন ভক্তিনগর থানার আইসি অমিত অধিকারী। অভিযানের সময় আশুতোষের ঘর থেকে প্রায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।