শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বর: মানবতার লজ্জা! নিজের মায়ের ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
শিলিগুড়ি পুরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের তারাশঙ্কর রোড এলাকার ঘটনা।
এলাকাবাসীর অভিযোগ, ছন্দা মিত্র নামক ওই বৃদ্ধাকে নগ্ন করে মারধর করে ছেলে অভীক মিত্র। ঠিকমতো খাবার দেওয়া হয় না। অনেক সময় তাঁকে শুধু একটি বস্তা পরে কিংবা নগ্ন অবস্থায় বাড়ির বারান্দায় বসে থাকতে দেখা যায়। বর্তমানে ঘরের একটি ছোট বারান্দাই তাঁর স্থায়ী আশ্রয়, সেখানেই দিন-রাত পড়ে থাকেন এবং গান গেয়ে সময় কাটান।
দিনের পর দিন এই ঘটনা প্রত্যক্ষ করে অবশেষে ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা। তাঁরা জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। জানা গিয়েছে, ওই বৃদ্ধার স্বামী কেন্দ্রীয় সরকারের টিটিই পদে কর্মরত ছিলেন। স্বামী জীবিত থাকাকালীন সময় থেকেই ছেলে তাঁদের ওপর অত্যাচার চালাত বলে দাবি করেছেন স্থানীয়রা। স্বামীর মৃত্যুর পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।
এলাকাবাসীরা অভিযোগ করেছেন, বিষয়টি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি এর আগেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। মঙ্গলবার ফের বিষয়টি জানানো হলে শিলিগুড়ি থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে যান। তবে বাড়ি তালাবদ্ধ থাকায় তাঁরা ভেতরে প্রবেশ করতে পারেননি।
স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, পুনরায় থানায় লিখিত অভিযোগ জানানো হবে। প্রয়োজনে মহিলা কমিশনকেও বিষয়টি জানানো হবে। তিনি আরও আশ্বাস দেন, প্রয়োজন হলে বৃদ্ধাকে নিরাপদ আশ্রয়ে—বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করা হবে।
এলাকাবাসীর দাবি, ছেলেটি মানসিকভাবে ভারসাম্যহীন। তবুও তাঁর উপযুক্ত শাস্তি হওয়া উচিত এবং অসহায় বৃদ্ধাকে দ্রুত উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা প্রয়োজন। তাঁদের আর্তি—“মহিলা সারাদিনে একফোঁটা জল পর্যন্ত পান করতে পারেন না। তাই প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়।”