শিলিগুড়ি, ৮ অক্টোবর: শিলিগুড়ির হাসমিচক এলাকার কাছে হীলকার্ট রোডে এক যাত্রীবাহী অটোতে হঠাৎ আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাথমিকভাবে অনুমান, অটোর শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।
অটোচালক দ্রুত বুদ্ধি খাটিয়ে উপস্থিত বুদ্ধিতে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেন এবং নিজেই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।
ঘটনায় সৌভাগ্যবশত কোনও যাত্রী আহত হননি, তবে অটোর কিছু অংশ পুড়ে যায়। আগুন লাগার কারণে ব্যস্ততম ওই রাস্তায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হলেও পরে ট্রাফিক পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ক্ষতিগ্রস্ত অটোটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়দের তৎপরতা ও চালকের দ্রুত সিদ্ধান্তে অল্পের জন্য রক্ষা পেল বড় দুর্ঘটনা।